বায়তুল মোকাররমে ঈদের জামাতের সূচি প্রকাশ

বায়তুল মোকাররমে ঈদের জামাতের সূচি প্রকাশ

ফাইল ছবি

মুসলমানদের বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবারও ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টা থেকে শুরু হবে।

সোমবার (২৫ মার্চ) ইসলামিক ফাউন্ডেশনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানা যায়।

এবার বায়তুল মোকাররমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায়, তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। অপরদিকে চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টায়। আর সবশেষ জামাত বেলা পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ১০ বা ১১ এপ্রিল ঈদের দিন হতে পারে। এবারের ঈদে অফিস থেকে ১০ দিনের ছুটি পেলে কেমন হবে? কিছুটা অবিশ্বাস্য হলেও এমনটাই হতে যাচ্ছে এবারের ঈদুল ফিতরে। কারণ, শবে কদর, পহেলা বৈশাখ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ঈদে বড় বন্ধ পেতে পারেন সরকারি চাকরিজীবীরা।

এবার রমজান মাস ৩০ দিনের হতে পারে বলে আগেই জানিয়ে দিয়েছে আরব আমিরাত। ফলে দেশটিতে ঈদুল ফিতর পালিত হতে যাচ্ছে ১০ এপ্রিল।