৩৩ বছর পর ভারত-অস্ট্রেলিয়া ৫ টেস্টের সিরিজ

৩৩ বছর পর ভারত-অস্ট্রেলিয়া ৫ টেস্টের সিরিজ

ফাইল ছবি

দেশের মাটিতেই শুধু ভারতের দাপট- টেস্ট ক্রিকেটে এই অপবাদ ঘুচিয়েছে ভারত। পরাশক্তি অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে টানা দুইবার সিরিজ জিতেছে তারা। উত্তেজনার রসদ জুগিয়ে আরও বড় পরিসরে হাজির হচ্ছে বোর্ডার-গাভাস্কার ট্রফি। চার ম্যাচ নয়, সামনে দুই দলের লড়াই হবে পাঁচ টেস্টের। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নিশ্চিত করেছে বিষয়টি।

ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দলের ২০২৪-২৫ মৌসুমের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ৫ টেস্ট খেলা হবে। বিবৃতিতে ভারত ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সচিব জয় শাহকে উদ্ধৃত করে লেখা হয়, ‘এটি টেস্ট ক্রিকেটের তাৎপর্য লালন ও উন্নতিকল্পে আমাদের সম্মিলিত অঙ্গীকার।’

সিরিজে টেস্টের সংখ্যা বাড়ানোর কথা উল্লেখ করে ক্রিকেট অস্ট্রেলিয়ার চেয়ারম্যান মাইক বেয়ার্ড বলেন, ‘বোর্ডার-গাভাস্কার ট্রফির সম্প্রসারণের ঘোষণা দিতে পেরে আমরা উৎফুল্ল, যা দুইটি ক্রিকেট খেলুড়ে দেশের দ্বৈরথ এবং রোমাঞ্চকে তীব্র করে তুলবে।’

ভারত-অস্ট্রেলিয়ার সর্বশেষ পাঁচ টেস্ট সিরিজটি অনুষ্ঠিত হয়েছিল ১৯৯১-৯২ মৌসুমে। সেই সিরিজে ৪-০ ব্যবধানে জিতেছিল অস্ট্রেলিয়া। ভারতের মাটিতে হওয়া সেই সিরিজে ভারতের অধিনায়ক ছিলেন মোহাম্মদ আজহারউদ্দিন, অস্ট্রেলিয়ার অ্যালান বোর্ডার।