চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে কৃষকের মৃত্যু

প্রতিকী ছবি

কক্সবাজারের চকরিয়ায় ধান ক্ষেতে কাজ করার সময় বন্যহাতির আক্রমণে মো. বেলাল উদ্দিন (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় কামাল হোসেন (৪৫) নামে অপর এক কৃষক আহত হয়। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার হারবাং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড চিতারবিল এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া কৃষক বেলাল হারবাং ইউনিয়নের ভান্ডারীরডেবা এলাকার জহর মল্লুক ফকিরের ছেলে।

জানা যায়, দুপুরে পাহাড় সংলগ্ন নিজের ধান ক্ষেতে আগাছা পরিস্কার করার সময় হঠাৎ দলছুট একটি বন্যহাতি অতর্কিত হামলা চালিয়ে বেলাল উদ্দিনকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এসময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
একইভাবে কামাল হোসেন নামে অপর এক কৃষককে হামলা চালিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 
হারবাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেরাজ উদ্দিন বন্যহাতির আক্রমণে নিহতের বিষয়টি নিশ্চিত করেন।