সিনহা হত্যা মামলা: র‌্যাব হেফাজতে এপিবিএনের ৩ সদস্য

সিনহা হত্যা মামলা:  র‌্যাব হেফাজতে এপিবিএনের ৩ সদস্য

সাবেক সেনা কর্মকর্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

সাবেক সেনা কর্মকর্ত মেজর (অব:) সিনহা মোহাম্মদ রাশেদ খান   হত্যা মামলায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) তিন সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য কারাগার থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) হেফাজতে নেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার জেলা কারাগার থেকে তাদের র‌্যাব হেফাজতে নেওয়া হয়।

তারা হলেন- এপিবিএনের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শাহজাহান, কনস্টেবল রাজীব ও আব্দুল্লাহ। ঘটনার দিন এ তিনজনই এপিবিএনের চেকপোস্টে দায়িত্ব পালন করেন।

এপিবিএনের এ তিন সদস্যকে গত ১৮ আগস্ট গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ডের আবেদন করলে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে কক্সবাজারের টেকনাফের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান।