দুই বিভাগে বৃষ্টির আভাস

দুই বিভাগে বৃষ্টির আভাস

ফাইল ছবি

চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (২ এপ্রিল) সকালে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

জানা যায়, কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এদিকে, তাপ প্রবাহের বিষয় উল্লেখ করে আবহাওয়া অফিস জানায়, নীলফামারী ও দিনাজপুর জেলাসহ রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত ও বিস্তার লাভ করতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্থি বৃদ্ধি পেতে পারে।

জানা যায়, সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় একইরকম থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

এর আগে, গতকাল সোমবার (১ এপ্রিল) সারা দেশের মধ্যে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঈশ্বরদী এবং মংলা; ৩৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল নীলফামারী জেলার ডিমলায়; ১৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।