ফিনল্যান্ডে স্কুলে গোলাগুলি, ৩ শিক্ষার্থী আহত

ফিনল্যান্ডে স্কুলে গোলাগুলি, ৩ শিক্ষার্থী আহত

ছবি: সংগৃহীত

ফিনল্যান্ডে একটি বিদ্যালয়ে মঙ্গলবার (২ এপ্রিল) গোলাগুলিতে এক শিশু নিহত এবং আরো দুই শিশু মারাত্মক আহত হয়েছে। ফিনল্যান্ডের রাজধানী হেলসিংকির উত্তরাঞ্চল ভানটায় বিদ্যালয়টির অবস্থান।

পুলিশ জানিয়েছে, গোলাগুলিতে আক্রান্ত তিন শিশুর বয়স ১২। এছাড়া সন্দেহভাজন শিশুর বয়সও ১২। সন্দেহভাজন শিশুটিকে এরই মধ্যে হেফাজতে নিয়েছে পুলিশ।

অভিভাবকরা জানিয়েছেন, ভিয়েরটোলা বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে এ গোলাগুলি হয়েছে। খবর পাওয়ার ৯ মিনিটের মধ্যে পুলিশ ঘটনাস্থলে এসেছে। ঘটনাটি ঘটেছে স্থানীয় সময় সকাল ৯টার পর।

পুলিশ জানায়, তারা প্রথমে আক্রান্ত তিন শিশুকে নিরাপদ আশ্রয়ে নেয়। এদিকে সন্দেহভাজন শিশুটি গুলির পরপরই দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে পুলিশ তাকে সকাল ১০টার দিকে রাজধানী হেলসিংকির সিলটামাকি জেলা থেকে শান্ত অবস্থায় হেফাজতে নিয়েছে। এ সময় তার কাছে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুলি করার কথা স্বীকার করেছে। খুন এবং খুনের চেষ্টার ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ। সূত্র: বিবিসি