পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জ্বীন-২’

পাকিস্তানে মুক্তি পাচ্ছে ‘জ্বীন-২’

ছবি: সংগৃহীত

গত বছর রোজার ঈদে মুক্তি পেয়েছিল জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জ্বীন’ সিনেমাটি। দর্শকের মাঝে বেশ কৌতূহল তৈরি করেছিল ছবিটি। এবার আসছে এ সিনেমার সিক্যুয়েল ‘জ্বীন-২’। 

এরইমধ্যে সে ঘোষণা হয়ে গেছে। সেন্সর বোর্ড থেকে ছাড়পত্রও পেয়েছে। নতুন ঘোষণা হচ্ছে ছবিটি বাংলাদেশের পাশাপাশি পাকিস্তানেও মুক্তি পাচ্ছে। সামাজিক মাধ্যমে তথ্যটি দিয়েছে জাজ মাল্টিমিডিয়া।

প্রতিষ্ঠানটির ফেসবুক পেজে লেখা হয়েছে, ‘জ্বীন-২’ পাকিস্থানে মুক্তি পাচ্ছে। স্বাধীনতার পর কোনো বাংলাদেশি সিনেমা পাকিস্থানে বাণিজ্যিকভাবে মুক্তি পেয়েছে কি না জানি না! তবে ২০১১ সাল থেকে  আজ পর্যন্ত পাকিস্তানে কোনো বাংলা সিনেমা মুক্তি পায়নি এটা নিশ্চিত। 

এরপর লেখা হয়েছে, তবে ‘মোনা: জ্বীন-২’ পাকিস্তানে বাণিজ্যিক ভাবে মুক্তি পাবে । এরইমধ্যে পাকিস্তানের ডিস্ট্রিবিউটরের সাথে জাজের চুক্তিপত্র সম্পন্ন হয়েছে । বাংলাদেশে সিনেমাটি ‘মোনা: জ্বীন-২’ নামে মুক্তি পেলেও, পাকিস্তানে ‘জ্বীন-২’ নামে মুক্তি পাবে । 

দেশটির পরিবেশকরা ছবিটির প্রশংসা করেছে বলে জানায় প্রতিষ্ঠানটি। সেইসঙ্গে তাদের মতে, পাকিস্তানের দর্শক সিনেমাটি ভালো ভবে গ্রহণ করতে পারেন বলে আশাবাদী তারা। বিষয়টি ওই পোস্টে জানিয়েছে প্রতিষ্ঠানটি। 

মোনা চরিত্রটি ১২ বছরের এক মেয়ের। নাম ভূমিকায় অভিনয় করেছেন সুপ্রভাত। আরও আছেন তারিক আনাম খান, আহমেদ রুবেল, দীপা খন্দকার, আরিয়ানা, সাজ্জাদ হোসেন, সামিনা বাসার, শেহজাদ ওমর, রেবেকা, মাহমুদুল হাসান মিঠু, শামীম প্রমুখ।