টাইগারদের ১৯২ রানে হারাল শ্রীলঙ্কা

টাইগারদের ১৯২ রানে হারাল শ্রীলঙ্কা

সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে সিলেটে লজ্জাজনকভাবে এহেরেছিল বাংলাদেশ। এরপর ঘুরে দাড়ানোর লক্ষ্য নিয়েই দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছিল নাজমুল শান্তর দল। তবে চট্টগ্রামেও কাঙ্খিত প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। লঙ্কান বোলারদের আক্রমণের মুখে দুই ইনিংসেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছে স্বাগতিকরা। ব্যাট হাতে জয়- শান্ত- জাকির- লিটনদের ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে ৩১৮ রানে অলআউট হওয়ায় ১৯২ রানের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে শ্রীলঙ্কা। 

চট্টগ্রামে জয়ের জন্য টাইগারদের ৫১১ রানের বিশাল এক লক্ষ্য দিয়েছিল শ্রীলঙ্কা। তবে প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হওয়া শান্ত-লিটনরা দ্বিতীয় ইনিংসেও দলের হাল ধরতে পারেননি। বড় লক্ষ্য তাড়া করতে নামা টাইগারদের হয়ে পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলতে পেরেছেন কেবল দুইজন ব্যাটার। ফলে সিলেটের মত সিরিজের দ্বিতীয় টেস্টেও বড় ব্যবধানে হেরে টেস্ট সিরিজে ধবলধোলাই হল টাইগাররা।