ঈদ উপহার পেল চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা

ঈদ উপহার পেল চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা

সংগৃহীত

ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অবৈতনিক বিদ্যালয় চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার দিয়েছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক)-২১ ব্যাচ।  

রোববার (৭ এপ্রিল) সকালে চমেকের প্রাক্তন শিক্ষার্থীদের এই সংগঠনেরর সদস্যরা প্রাক প্রাথমিক-দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে এসব নতুন ঈদের জামা তুলে দেওয়া হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে চারুলতার উপদেষ্টা ডা. অভীক রায়হানের সঞ্চালনায় বক্তব্য দেন এনেস্থিসিয়া বিভাগের প্রফেসর ডা. মামুনুর রহমান, শিশুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. বাসনা মুহুরী, গাইনি বিশেষজ্ঞ ডা. সাহানারা চৌধুরী,  কমিউনিটি মেডিসিন বিভাগের প্রফেসর ডা. সাঈদ মাহমুদ, রেডিওলজি বিভাগের প্রফেসর ডা. খুরশিদ আলম, মাইক্রোবায়োলজি বিভাগের ডা. নাসিমা আক্তার, গাইনি বিশেষজ্ঞ ডা. নাসরিন বানু, চারুলতার উপদেষ্টা চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেব।  

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চারুলতার উপদেষ্টা ডা. ইমদাদ হোসেন রুমন, সৌমেন নন্দী, সভাপতি ইসমাঈল চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু চৌধুরী, সদস্য শংকর দাশ, সায়মা ওয়াছি প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের পড়ালেখা করে প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি বাল্যবিয়ে, বয়ঃসন্ধিকালীন সচেতনতা ও সংক্রামক রোগের ব্যাপারে আলোচনা করেন। সব সময় শিক্ষার্থীদের পাশের থাকার আশ্বাসও দেন তাঁরা।