ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে

ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের চেষ্টায় চট্টগ্রামের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) বিকেল পৌনে ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

এর আগে, চট্টগ্রামের ফিরিঙ্গি বাজারে একটি বস্তিতে আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম অঞ্চলের ডিএডি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের জানান, সোমবার (১৫ এপ্রিল) বেলা ১টা ২০ মিনিটে ফিরিঙ্গি বাজারের ওই বস্তিতে আগুন লাগে।  

তিনি আরও জানান, আগুন নেভাতে নন্দনকানন, লামাবাজার, চন্দনপুরা ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের কর্মীরা কাজ করেছে। 

ফিরিঙ্গি বাজারের মেরিনার্স রোড সংলগ্ন ওই বস্তিতে আগুন লাগার পর দূর থেকেও কালো ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে কীভাবে সেখানে আগুন লাগল, তা জানাতে পারেনি ফায়ার সার্ভিস।