কানাডায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

কানাডায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সংগৃহীত

উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে কানাডার টরেন্টোতে উদযাপিত হলো বাংলা নববর্ষ ১৪৩১।

তুষার আবৃত কানাডার কর্মময় একঘেয়েমি জীবন থেকে বেরিয়ে প্রবাসী বাঙালিরা সারাদিন আনন্দ-উৎসবে মেতেছিল অন্যরকম এক মিলনমেলায়।

টরেন্টোর বাঙালি অধ্যুষিত ডেন্টোনিয়া পার্কে বৈশাখের রঙ, ভালোবাসার রঙ, আড্ডার রঙ, লোকজ ভাবনা, বাংলার ঐতিহ্য ও আনুষ্ঠানিকতায় মন ভরে উঠেছিল প্রবাসী জীবনের আনন্দ জয়গানে।

শিশু-কিশোর আর নারী-পুরুষের পদভারে কানায় কানায় পূর্ণ ছিল ডেন্টোনিয়া পার্ক। নবপ্রজন্মের কাছে আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস, ঐতিহ্য ও জাতীয় সত্তা তুলে ধরাই ছিল বাংলা বর্ষবরণ উৎসবের মূল লক্ষ্য।

নতুন বছরকে স্বাগত জানাতে বাংলাদেশের চারুকলার আদলে আর্ট কোয়েস্টের নন্দনিক মুখোশ, মুকুটের মঙ্গল শোভাযাত্রা এক অন্য মাত্রার সংযোজন করেছিল।

দূরপ্রবাসে বাঙালি সংস্কৃতির এই উৎসব যেন এক মহামিলন। কর্মজীবনের পাশাপাশি সম্প্রীতির বন্ধনে এমনি করে বারবার মহামিলনে জেগে উঠুক নতুন প্রজন্ম– এমনটাই প্রত্যাশা কানাডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।