অ্যাজাক্সকে হারিয়ে আবাহনী শীর্ষে, ত্রিমুখী সমীকরণ শিরোপার

অ্যাজাক্সকে হারিয়ে আবাহনী শীর্ষে, ত্রিমুখী সমীকরণ শিরোপার

ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার বিভাগ হকি লিগের ত্রিমুখী শিরোপা লড়াই দারুণ জমে উঠেছে। আজ মওলানা ভাসানী স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের একমাত্র ম্যাচে ঢাকা আবাহনী ৫-০ গোলে অ্যাজাক্সকে হারায়। 

আবাহনী আজকের জয়ের ফলে ১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকল। মোহামেডান ও মেরিনার্স এক ম্যাচ কম খেলে যথাক্রমে ৩২ ও ৩১ পয়েন্ট। আগামীকাল মোহামেডান উষাকে হারালে আবাহনীকে টপকে আবার শীর্ষে উঠবে।

মোহামেডান ও আবাহনীর উভয়ের শেষ ম্যাচ নিজেদের মধ্যে। ঐ ম্যাচের উপরই মুলত হকির শিরোপা নির্ধারণ করবে। মোহামেডান আগামীকাল উষাকে হারালে এবং পরের ম্যাচে আবাহনীকেও হারালে ৩৮ পয়েন্ট নিয়ে এককভাবে চ্যাম্পিয়ন হবে।

মোহামেডানের এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও আবাহনীর খানিকটা কম৷ মেরিনার্সের পরের দুই ম্যাচ দুর্বল প্রতিপক্ষ অ্যাজাক্স ও পুলিশের বিপক্ষে। ঐ দুই ম্যাচ মেরিনার্সের জয় পাওয়া স্বাভাবিক। তখন মেরিনার্সের পয়েন্ট দাড়াবে ৩৭। আবাহনী শেষ ম্যাচে মোহামেডানকে হারালে তখন তাদেরও মেরিনার্সের সমান ৩৭ হবে৷

আবাহনীর এককভাবে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ কম থাকলেও মেরিনার্সের অবশ্য ক্ষীণ রয়েছে। আবাহনী-মোহামেডান ম্যাচ ড্র হলে মোহামেডানের ৩৬ ও আবাহনীর পয়েন্ট হবে ৩৫। তখন মেরিনার্স এককভাবে ৩৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হবে৷