আদ্-দ্বীন মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন চার মেধাবী ছাত্রী

আদ্-দ্বীন মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেলেন চার মেধাবী ছাত্রী

ছবি: প্লাবন দাস জিকু

রাজধানীর আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে বিনা বেতনে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন চার অসচ্ছল ও মেধাবী ছাত্রী। বুধবার (১৭ এপ্রিল) আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে অনুষ্ঠিত গভর্নিং বডির ৩৯ তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

মেডিকেল কলেজ সূত্রে জানা যায়, সকাল ৯ টায় কলেজের কনফারেন্স রুমে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজ এর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক ডা. মুহাম্মদ আব্দুস সবুরের সভাপতিত্বে গভর্নিং বডির ৩৯ তম সভা অনুষ্ঠিত হয়। সভায় এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধা কোটায় ছাত্রী ভর্তির বিষয়ে আলোচনা করা হয়।

গভর্নিং বডির সভা শেষে আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অসচ্ছল ও মেধাবী কোটায় নির্বাচিত ছাত্রীদের তালিকা প্রকাশ করা হয়। মেধা তালিকায় ৪ জনকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত ছাত্রীরা হলেন, নুসরাত জাহান, তাবাসসুম সিনথিয়া তুবা, শেখ জারিন তাসনিম এবং মোমতাহিনা বিনতে সাখওয়াত।