ফেরার দরজা খোলা নেই নারাইনের

ফেরার দরজা খোলা নেই নারাইনের

ফাইল ছবি

চলমান আইপিএলে বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতেও দুর্দান্ত ফর্মে আছেন সুনীল নারাইন। ক্যারিবীয় এই অলরাউন্ডার এবার কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে ঝড়ো এক শতকও হাঁকিয়েছেন। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে ফেরানোর তোড়জোড় চালিয়ে যাচ্ছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে সেই  দরজা আর খোলা নেই বলেই জানিয়ে দিয়েছেন নারাইন। 

অবসর ভেঙে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দলে ফেরার সম্ভাবনাকে নাকচ করে দিয়েছেন নারাইন। তিনি জানিয়েছেন, ফিরছেন না তিনি। 

এবারের আইপিএলে সবথেকে দামী ক্রিকেটারের তালিকায় সবার শীর্ষে আছেন নারাইন। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ৫৬ বলে ১০৯ রান করেছিলেন তিনি, টি-টোয়েন্টিতে তাঁর প্রথম শতকও এটিই। 

আন্তর্জাতিক ক্রিকেটকে সুনীল নারাইন বিদায় জানিয়েছেন গত বছরের নভেম্বরে। অবশ্য জাতীয় দল ওয়েস্ট ইন্ডিজের জার্সি সবশেষ গায়ে চাপিয়েছিলেন তারও আগে, ২০১৯ সালে। তবে এবারের আইপিএলে দুর্দান্ত ফর্মে থাকার কারণেই তাঁকে দলে ফেরানোর পরিকল্পনা করছিলেন ক্যারিবীয়দের টি-টোয়েন্টি দলের অধিনায়ক রোভম্যান পাওয়েল। কদিন আগেই তিনি বলেন, ‘সর্বশেষ ১২ মাস ধরে নারাইনের কানে ফিসফিস করে বলছি, সে কারও কথা শুনছে না। আমি কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো, নিকোলাস পুরানকেও বলেছি। আশা করছি, দল নির্বাচনের আগে তারা তাকে রাজি করাতে পারবে।’

ফেরার ব্যাপারে নারাইন বলেছিলেন, দেখা যাক ভবিষ্যতে কি হয়। তবে খুব বেশি অপেক্ষায় রাখলেন না নারাইন, জানিয়ে দিয়েছেন নিজের উত্তর। তিনি বলেন, ‘আমি খুবই খুশি যে আমার সাম্প্রতিক পারফর্ম্যান্স দেখে অনেকেই আমাকে দলে ফেরানোর ব্যাপারে খোলামেলা আগ্রহ দেখিয়েছেন।’ তিনি আরও বলেন, ‘অবশেষে আমি সিদ্ধান্ত নিয়েছি, কাউকে হতাশ করতে চাই না, কিন্তু ফেরার দরজা বন্ধ হয়ে গেছে, তবে বিশ্বকাপে যারা ক্যারিবীয়দের হয়ে মাঠে লড়াই করবে তাদের প্রতি আমার সমর্থন থাকবে।’

নারাইন আরও বলেন, ‘যারা গত কয়েকমাস ধরে নিরলস পরিশ্রম করেছে এবং যারা দলে থাকার যোগ্য তাদেরকে আমি শুভকামনা জানাই। আমাদের সমর্থকদের দেখিয়ে দাও যে আমরাও জিততে পারি।’