সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

ফাইল ছবি

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরে ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন অটোরিকশায় থাকা অপর দুজন।

সোমবার (২২ এপ্রিল) রাত ৯টার দিকে শহরের নতুন হাছননগর ভুবির পয়েন্টে এক দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম সুরেশ রবি দাস (৪০)। তিনি ওয়েজখালী এলাকার বাসিন্দা।

আহতরা হলেন শহরের হাছননগর এলাকার সিএনজিচালক জীবন মিয়া (২০), শহরতলীর ইব্রাহিমপুর গ্রামের কৃষ্ণ রবি দাস (৩২)।

ঘটনার প্রত‍্যক্ষদর্শীরা জানান, ট্রাক্টরটি ভবন নির্মাণের মালপত্র নিয়ে বেপরোয়া গতিতে চলছিল। এ সময় শহরতলীর বুড়িস্থল থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে শহরে ফিরছিল। পথে শহরের নতুন হাছননগরের ভুবির পয়েন্টে আসলে মুখোমুখি সংঘর্ষের এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং আহত হন আরও দুজন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ছাড়াও দুর্ঘটনাকবলিত ট্রাক্টর ও সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করে পুলিশ। এ সময় চালকদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি খালেদ চৌধুরী।

তিনি বলেন, শহরের ভুবির পয়েন্টে ট্রাক্টর ও সিএনজির সংঘর্ষে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ট্রাক্টর ও সিএনজি জব্দ করা হয়েছে এবং দুজন চালককে আটক করা হয়েছে।