বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য প্রার্থনা

বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য প্রার্থনা

সংগৃহীত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বৃষ্টির জন্য বিশেষ নামাজের জামাত (ইস্তিস্কা নামাজ) অনুষ্ঠিত হয়েছে।সোমবার বেলা ৩টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের বটতলা ঈদগাহ মাঠে গ্রামবাসীর আয়োজন এই নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
নামাজের জামাতের ইমামতি করেন রহরপুর বাজার জামে মসজিদের ইমাম মুফতি মো. সাইফুল ইসলাম।

রোদ আর গরম উপেক্ষা করে বেলা দুইটা থেকে বিশেষ এই নামাজের জন্য ঈদগাহ ময়দানে উপস্থিত হতে থাকেন মুসল্লিরা। নামাজের জামাতে প্রায় পাঁচ শতাধিক মুসল্লি অংশগ্রহণ করেন। বেলা ৩টায় নামাজের জামাত শুরু হয়। এসময় সবার চোখই ছিল অশ্রুসিক্ত।

মুসল্লিরা বলেন, বাংলাদেশর সব অঞ্চলে তীব্র গরম শুরু হয়েছে। এতে করে মানুষের পাশাপাশি পশুপাখি কষ্টে রয়েছে। মানুষ হিট স্ট্রোকে মারা যাচ্ছেন। সৃষ্টিকর্তা এই মুহূর্তে রহমতের বৃষ্টি বর্ষণ না করলে সবাই ক্ষতিগ্রস্ত হবেন। আজ মঙ্গল ও বুধবার আরও দুইদিন একই জায়গাতে ইস্তিস্কা নামাজ অনুষ্ঠিত হবে বলেও মাইকে ঘোষণা করেন ইমাম।