কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে

কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ অফিসে লাগা আগুন নিয়ন্ত্রণে

ছবিঃ সংগৃহীত।

গাজীপুরের কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসে পাওয়ার ট্রান্সফরমারে লাগা আগুন আধাঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে।বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফ উদ্দিন।

এরআগে একইদিন বিকেল সাড়ে ৪টার দিকে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ী মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪টার দিকে কোনাবাড়ী জোনাল পল্লী বিদ্যুৎ অফিসের ১০ মেগাওয়াট ট্রান্সফরমারে হঠাৎ আগুন লাগে।

এসময় চারদিক ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দেয়। বন্ধ হয়ে যায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের যান চলাচল। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ আনেন।

কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের জেনারেল ম্যানেজার কামাল হোসেন বলেন, এটি ১০ মেগাওয়াট পাওয়ার ট্রান্সফরমার। এখান থেকে শুধু কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বিদ্যুৎ সরবরাহ করা হয়। লোডশেডিংয়ের কারণে হাফ মেগাওয়াটে সার্ভিস দিচ্ছিলাম। সম্ভবত অতিরিক্ত গরমের কারণে শর্টসার্কিট থেকে আগুন লাগতে পারে।