খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ছাই

খাগড়াছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮ দোকান ছাই

সংগৃহীত

খাগড়াছড়ি শহরের শান্তিনগর এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ১৮টি দোকান পুড়ে গেছে।

সোমবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে তালুকদার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত রুবেল, সুমন, আব্দুল, নিউটন, জানায়, কিভাবে আগুন লাগল বুঝতে পারিনি। আমাদের সব পুড়ে গেছে। ব্যাংক ঋণ আছে। এখন কি করব। এই ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়ে নিঃস্ব হয়েছি।

তালুকদার মাকেটের মালিক জাফর তালুকদার বলেন, মার্কেটে কুলিং কর্নার, মোটর পার্টসের শো রুম, ওয়ার্কসপসহ ১৮টি দোকান পুড়ে ছাই হয়েছে। এতে ৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।

৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র ১ মো. শাহ আলম বলেন, চেঙ্গী নদী থেকে পানি তুলে আগুন নেভানোর কাজে ব্যবহার করেছে ফায়ার সার্ভিস। দূর থেকে পানি সংগ্রহ করতে হয়েছে। মার্কেটের সব দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মার্কেটের সবগুলো দোকান টিনসেটের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভানোর জন্য পাড়ায় পাড়ায় পুকুর রাখা প্রয়োজন।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপ-সহকারী পরিচালক মো. জাকের হোসেন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে ধারণা করছি। এতে ১৮টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির তদন্ত করে জানানো হবে।