পাখিউড়া সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

পাখিউড়া সিমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফাইল ছবি

কুড়িগ্রামের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছে । আজ বৃহস্পতিবার ভোরে নাগেশ্বরী উপজেলার নারায়ণপুর পাখিউড়া সীমান্তের আন্তর্জাতিক পিলার ১০৩৯-এর সাব-পিলার ৪/৫-এর মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম- ছবিল উদ্দীন(৩৬)। ছবিল উদ্দিন নারায়ণপুর ইউনিয়নের আইড়মারীচর গ্রামের বাসিন্দা মুসা আলীর ছেলে।

স্থানীয়রা জানান,  নিহত ছবিল উদ্দিন গরু পাচারকারীদের লাইনম্যান হিসেবে কাজ করতো। আজ ভোর রাতে ছবিল উদ্দিন তার সহযোগীদের সঙ্গে  পাখিউড়া সীমান্ত দিয়ে ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে পেটে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন ছবিল উদ্দিন। সহযোগীরা তাকে সেখান থেকে দেশের অভ্যন্তরে বাড়িতে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

কচাকাটা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ গুলিতে ছবিল উদ্দিনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।