হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান

হিট স্ট্রোকে আক্রান্ত শাহরুখ খান

প্রতীকী ছবি

আইপিএলের প্রথম প্লে-অফ দেখতে গতকাল আহমেদাবাদে এসেছিলেন শাহরুখ খান। এ সময় প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। এতে স্বাস্থ্যের হঠাৎ অবনতি হলে তাকে আমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এই খবরে রীতিমত চিন্তায় পড়েছে অভিনেতার ভক্তরা। গতকালই অভিনেতা তার পরিবারের সাথে মুম্বাইয়ের একটি ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন, সেই সময় অভিনেতাকে একেবারে সুস্থ দেখাচ্ছিল। তার সঙ্গে দেখা গেছে তার মেয়ে ও বলিউড অভিনেত্রী সুহানা খানকেও।

তথ্য অনুযায়ী, আইপিএলের প্রথম প্লে-অফ দেখতে গতকাল আহমেদাবাদে এসেছিলেন শাহরুখ খান। এ সময় প্রচণ্ড গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন।  

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স আইপিএল ২০২৪-এর ফাইনালে পৌঁছেছে। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্স সানরাইজার্স হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছে। এই ম্যাচে শাহরুখ খানের মেয়ে সুহানা খান এবং ছেলে আব্রামকেও একসঙ্গে দেখা গেছে। এই জয়ের পর শাহরুখ খানকে দারুণ আনন্দ করতে দেখা যায়। মাঠে নেমে রীতিমত নিজের সিগনেচর পোজ দেন।