কিরণ দত্তের আয় শুনে চমকে ওঠেন সৌরভ গাঙ্গুলী

কিরণ দত্তের আয় শুনে চমকে ওঠেন সৌরভ গাঙ্গুলী

ছবি: সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় ইউটিউবার কিরণ দত্ত। বংগাই নামেই বেশি পরিচিত যিনি। সোশ্যাল মিডিয়ায় কিরণকে অনুসরণ করেন লাখো ভক্ত। তাদের জন্য প্রতিনিয়ত নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হন এই কন্টেন্ট ক্রিয়েটর। 

কলেজে পড়াকালীন নিজের মোবাইল ফোন দিয়ে ভিডিও তৈরি শুরু করেন কিরণ। শুরুর দিকে পরিবারের কাউকে পাশে পাননি তিনি। তবে একটা সময় সকলেই বুঝতে পারেন, ছেলে ভালো কিছুই করছেন। 

কয়েক বছরের মধ্যেই সাফল্যের মুখ দেখেন কিরণ। ইউটিউবে কিংবা ফেসবুকে তার কোনো ভিডিও মানেই লাখো ভিউ। যেখান থেকে মোটা অঙ্কের টাকা উপার্জন করেন তিনি। 

কিন্তু কত টাকা রোজগার করেন এই কন্টেন্ট ক্রিয়েটর? সম্প্রতি দাদাগিরির মঞ্চে ডাক পেয়ে সেই তথ্যই ফাঁস করেছিলেন। যেখানে সৌরভ গাঙ্গুলীর সঙ্গে কথোপকথনের মাঝে বলে দেন তার আয়ের পরিমাণ। 

দাদাগিরির মঞ্চে কিরণকে সৌরভ জিজ্ঞেস করেন, তোর মাসে রোজগার হয় কত? ১০ থেকে ১২ লাখ টাকা? জবাবে এই কন্টেন্ট ক্রিয়েটর বলেন, সেটা বলতে পারব না। তবে ভালোই হয়। কাছাকাছি বলা যায়। 

কিরণের এই উত্তর শুনে চমকে যান সৌরভ। মজা করেই তার কাছে চাকরির আবদার করে বসেন। বলেন, আমাকে একটা চাকরি দেবে? সেই প্রশ্ন শুনে কিরণও হেসে ওঠে।