চাঁই

পানি বৃদ্ধির সাথে সাথে বেড়ার হাটে চাঁই (দুয়ারি) কেনা-বেচার ধুম

পানি বৃদ্ধির সাথে সাথে বেড়ার হাটে চাঁই (দুয়ারি) কেনা-বেচার ধুম

মাহফুজ আলম, পাবনা: মৎস্য অঞ্চল হিসেবে খ্যাত পাবনার বেড়া ঘেঁষা পদ্মা-যমুনা ও হুরাসাগরে বর্ষার প্রারম্ভে গত কয়েকদিন যাবৎ নদীতে আকষ্মিক পানি বৃদ্ধির সাথে সাথে মাছ ধরার বিভিন্ন উপকরণ তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন কারিগররা। বেড়া অঞ্চলে রয়েছে নদী-নালা, খাল-বিল বিধৌত ছাট বড় ৮টি নদী। মাছের জন্য বিখ্যাত এ অঞ্চলে বর্ষার আগমণে মাছ শিকারিরা মাছ ধরার জন্য প্রস্তুতি নিয়ে থাকেন। তাই মাছ ধরার বিভিন্ন উপকরণ তৈরিতে ধুম পড়ে যায় এ অঞ্চলে।