পূনর্বাসন

ভিন্ন আঙ্গিকে এতিম পূনর্বাসন কর্মসূচি

ভিন্ন আঙ্গিকে এতিম পূনর্বাসন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: "সবার জন্যশিক্ষা" এই নৈতিক মূল্যবোধকে সামনে রেখে অভিভাবকহীন, দরিদ্র,অসহায় অথচ মেধাবী তাদেরকে সমাজের আলোকিত মানুষ হিসাবে গড়ে তোলার জন্য ১৯৮০ সালে বিশিষ্ট শিল্পপতি সেখ আকিজ উদ্দীন ও জাতীয়পদকপ্রাপ্ত অধ্যাপক শরিফ হোসেন যশোরে গড়ে তোলেন আদ্-দ্বীন শিশুকিশোর নিকেতন।