আন্দোল‌নে শিক্ষক স‌মি‌তির সংহ‌তি

আন্দোল‌নে শিক্ষক স‌মি‌তির সংহ‌তি

ছবি: সংগৃহিত

আবরার হত্যার বিচার দা‌বি‌তে আন্দোলনরত শিক্ষার্থী‌দের সা‌থে সংহ‌তি জা‌নি‌য়ে‌ছে বাংলা‌দেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক স‌মি‌তি। আজ মঙ্গলবার দুপু‌রে বু‌য়েট শহীদ মিনার চত্বরে এসে তারা এ সংহ‌তি জানান। ‌শিক্ষক সমি‌তির সভাপ‌তি অধ্যাপক ড. এ ‌কে এম মাসুদ ব‌লেন, আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যার ঘটনায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদ শিক্ষার্থী‌দের আন্দোল‌নের সা‌থে র‌য়ে‌ছে।

‌তি‌নি জানান, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নির্যাতনের শিকার হবে এবং মৃত্যুবরণ করবে তা কোনোভাবেই মেনে নেয়া যায় না। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন, শিক্ষার্থীদের আবাসিক হলের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আবরার হত্যার ঘটনায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। ‌তি‌নি ব‌লেন, অতীতে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনায় দোষীদের চিহ্নিতকরণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে বিশ্ববিদ্যালয় নিষ্ক্রিয়তার ফলে আইন-শৃংখলার অবনতি চরম ঘটেছে। যার ফলশ্রুতিতে এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার দা‌বি জানা‌চ্ছি।