ইসরাইলের সাথে এবার বাহরাইনের সমঝোতা

ইসরাইলের সাথে এবার বাহরাইনের সমঝোতা

ছবি : রয়টার্স

সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইসরাইলের সাথে সম্পর্ক পুরোপুরি স্বাভাবিক করতে সম্মত হয়েছে আরেক উপসাগরীয় দেশ বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

এক টুইটে তিনি জানান, ‘৩০ দিনের মধ্যে দ্বিতীয় আরব দেশ হিসেবে বাহরাইন ইসরাইলের সাথে শান্তি সমঝোতায় পৌঁছেছে।’

বহু দশক ধরে অধিকাংশ আরব দেশ ইসরাইলকে বয়কট করে যাচ্ছে। তারা বলছেন, ফিলিস্তিন বিষয়ের সমাধান হলেই সম্পর্ক স্থাপিত হতে পারে।

কিন্তু গত মাসে সংযুক্ত আরব আমিরাত ইসরাইলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে সম্মত হয়ে যায়। এরপর থেকেই আভাস পাওয়া যাচ্ছিল যে, বাহরাইনও আমিরাতের পথ অনুসরণ করতে পারে।

গত জানুয়ারিতে প্রেসিডেন্ট ট্রাম্প ইসরাইল-ফিলিস্তিন দ্বন্দ্বের অবসানে একটি শান্তি পরিকল্পনা উপস্থাপন করেন।

বাহরাইন হলো চতুর্থ আরব দেশ, যারা ১৯৪৮ সালে প্রতিষ্ঠার পর দেশ হিসেবে ইসরাইলকে স্বীকৃতি দিচ্ছে। অন্য তিনটি দেশ হলো, মিসর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাত।

ইরানের সাথে দ্বন্দ্বের জেরে সৌদি আরবের মিত্র দুটি দেশ আমিরাত ও বাহরাইন ইসরাইলের সাথে এ সমঝোতায় পৌঁছছে বলে ব্যাখ্যা করছেন বিশ্লেষকরা।

উল্লেখ্য, গত ১৩ আগস্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে আরব আমিরাত ও ইসরাইলের মধ্যে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। সূত্র : বিবিসি