আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালন

ছবি: প্রতিনিধি

খুলনা আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ এর উদ্যোগে “জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৫” উপলক্ষে আলোচনা সভা ও জুলাই স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কলেজের দূর্গাপদ বিশ্বাস লেকচার গ্যালারিতে এ স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়।

আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের ০৯ ব্যাচের ছাত্র শোয়াইব মাহফুজের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. উবায়দুল্লাহ ইবনে আলী।  

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. এহসানুল ইসলাম, এনাটমি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আশফাকুর রহমান, মেডিসিন বিভাগের প্রধান ডা. এস এম কামরুল হক, ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ নাহিদ সালমান ও ফিজিওলজি বিভাগের প্রভাষক ডা. সুমাইয়া তাসনিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি গণআন্দোলনই নয়, বরং এটি বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে একটি ঐতিহাসিক ও রাজনৈতিক পুনর্জাগরণ। ২৪ এর গণআন্দোলনে সকলের অংশ গ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত। আমরা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহিদদের শ্রদ্ধার সাথে স্বরণ করি এবং আত্মার মাগফিরাত কামনা করছি।

এসময় মেডিকেল কলেজের বিভিন্ন ব্যাচের দেশি ও বিদেশি শিক্ষার্থীরা জুলাই গণঅভ্যুত্থান-২০২৪ এর স্মৃতিচারণ করেন।

উক্ত অনুষ্ঠানে আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজের বিভাগীয় প্রধানগণ, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, কলেজ সেক্রেটারি মামুনুর রশিদ, বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।