নির্বাচনী কার্যক্রমে হামলা গণতন্ত্রের পরিপন্থী — জাহিদুল ইসলাম

নির্বাচনী কার্যক্রমে হামলা গণতন্ত্রের পরিপন্থী — জাহিদুল ইসলাম

নির্বাচনী কার্যক্রমে হামলা গণতন্ত্রের পরিপন্থী — জাহিদুল ইসলাম।। ছবিঃ সংগৃহীত

‎‎নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান ও হামলার ঘটনা গণতান্ত্রিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।

‎‎বাংলাদেশ জামায়াতে ইসলামির আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী আসন ঢাকা-১৫-এ মঙ্গলবার জামায়াতে ইসলামির উদ্যোগে এক নির্বাচনী গণসংযোগ শেষে সাংবাদিকদের সাথে আলাপ করার সময় তিনি এ মন্তব্য করেন।

‎‎কর্মসূচিটি ইটখোলা এলাকার মসজিদুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পূর্ব কাজীপাড়া হয়ে মাদ্রাসা রোডে গিয়ে শেষ হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

‎‎গণসংযোগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহিদুল ইসলাম সাম্প্রতিক সময়ে মিরপুর এলাকায় গণসংযোগ চলাকালে মহিলা জামায়াতের ওপর সংঘটিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানান। তিনি বলেন, নির্বাচনী কার্যক্রমে বাধা প্রদান ও হামলা গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

‎‎তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে বিরোধী রাজনৈতিক কর্মকাণ্ড দমন করতে চাইছে। এ ধরনের কর্মকাণ্ড অব্যাহত থাকলে জনগণ তা মেনে নেবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‎‎নেতৃবৃন্দ ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

‎‎এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামির নির্বাহী পরিষদ সদস্য ডা. মোবারক হোসাইন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মো. তসলিম।

‎‎এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি আবু তাহের, প্রাইভেট ইউনিভার্সিটি পশ্চিম শাখার সভাপতি রেজাউল করিম, কাফরুল পশ্চিম থানার জামায়াতে ইসলামির আমীর আব্দুল খানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।