যশোরে ওলামা মাশায়েখদের নিয়ে বিএনপি’র আলোচনা
ছবি: সংগৃহিত
যশোর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাচনে ওলামা মাশায়েখদের করণীয় বিষয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১২টায় শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু । ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে ওলামা মাসায়েখদের ভূমিকা ও তাদের করণীয় বিষয় নিয়ে আলোচনায় অংশ নেন নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। বিভিন্ন উপজেলার ওলামা মাশায়েখবৃন্দ উপস্থিত ছিলেন।