জামায়াত ক্ষমতায় গেলে ভবদহের স্থায়ী সমাধান করা হবে -যশোর জেলা আমীর

জামায়াত ক্ষমতায় গেলে ভবদহের স্থায়ী সমাধান করা হবে -যশোর জেলা আমীর

ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি :: যশোরের ভবদহ সমস্যার স্থায়ী সমাধান ও ক্ষতিগ্রস্ত মানুষের পূর্ণবাসনের দাবিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ অক্টোবর) বিকেলে যশোরের কেশবপুর ভবদহ কলেজ মাঠে ভবদহ সমস্যা সমাধান বাস্তবায়ন কমিটির উদ্যোগে এ সমাবেশে কয়েক হাজার ক্ষতিগ্রস্ত মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ (অভয়নগর-বাঘারপাড়া) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী, দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা আমির অধ্যাপক গোলাম রসুল।

অধ্যাপক গোলাম রসুল তাঁর বক্তব্যে বলেন, ভবদহের দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা শুধু একটি ভৌগোলিক সমস্যা নয়, এটি মানুষের জীবন-জীবিকার সঙ্গে জড়িত। অতীতের সরকারগুলো ভবদহ নিয়ে শুধু প্রতিশ্রুতির রাজনীতি করেছে, কিন্তু বাস্তব কোনো পদক্ষেপ নেয়নি। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে ভবদহের স্থায়ী সমাধান নিশ্চিত করব এবং ক্ষতিগ্রস্ত জনগণের পূর্ণ পুনর্বাসনের ব্যবস্থা করব।

তিনি আরও বলেন, যশোর-খুলনা অঞ্চলের লাখো মানুষ বছরের পর বছর পানিবন্দি জীবন কাটাচ্ছে। কৃষিজমি নষ্ট হচ্ছে, মানুষ কাজ হারাচ্ছে, পরিবারগুলো অনাহারে দিন কাটাচ্ছে। ভবদহের জলাবদ্ধতা দূর করতে টেকসই ড্রেনেজ ব্যবস্থা, খাল খনন, স্লুইসগেট সংস্কার ও নদী পুনঃখননের উদ্যোগ নিতে হবে। এসব কাজকে আমরা জাতীয় অগ্রাধিকারের তালিকায় আনব।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৫ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও বিশিষ্ট আইনজীবী গাজী এনামুল হক, যশোর-৬ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথির বক্তব্যে বক্তারা বলেন, ভবদহের দুর্ভোগ কেবল যশোর নয়, সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জীবনে স্থায়ী প্রভাব ফেলছে। সরকারের ব্যর্থতার কারণে জনগণ আজ দুর্ভোগে জর্জরিত।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন যশোর জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক আবুল হাশেম রেজা, অধ্যাপক ফজলুল হক, অধ্যাপক মশিউর রহমান, অধ্যাপক মাওলানা খলিলুর রহমান, প্রশান্ত কুমার, সরদার শরীফ হোসেন, আশিকুজ্জামান, জগদীশ চন্দ্র, আবু তালহা ও মনোরঞ্জন প্রমুখ।

বক্তারা ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক, শ্রমজীবী ও নিম্নবিত্ত পরিবারগুলোর পুনর্বাসনের দাবি জানান। তারা বলেন, দীর্ঘদিনের এই জলাবদ্ধতা মানুষের জীবন ও অর্থনীতিকে বিপর্যস্ত করেছে, তাই আর বিলম্ব নয়—ভবদহের টেকসই সমাধান এখন সময়ের দাবি। ভবদাহ সমস্যাকে জাতীয় ইস্যু হিসেবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান ।