ছেলেকে বিদেশ পাঠাতে নেওয়া ঋণের চাপে মায়ের আত্মহত্যা
প্রতিকী ছবি
রাজধানীর ডেমরায় ভাড়া বাসা থেকে আজিমুন্নেসা (৫২) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মেয়ের দাবি, ছেলেকে ঋণের টাকায় বিদেশ পাঠিয়ে ওই টাকা পরিশোধের চাপে মা আত্মহত্যা করেছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে পূর্ব বক্সনগর এলাকা থেকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিকেল ৩টায় মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত আজিমুন্নেসা স্বামী-সন্তান নিয়ে ডেমরা পূর্ব বক্সনগর এলাকার মো. ফারুক উদ্দিনের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন। ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান কালের কণ্ঠকে বলেন, খবর পেয়ে বহুতল ভবনটির তৃতীয় তলায় একটি কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
মৃত নারীর মেয়ে মিম আক্তার বলেন, ‘মা বিভিন্ন এনজিও থেকে বিভিন্ন মেয়াদে ঋণ নিয়েছিলেন। সেই টাকা দিয়ে ভাইকে বিদেশ পাঠান। ঋণের টাকা পরিশোধ করতে গিয়ে ব্যাপক মানসিক চাপে পড়েন। হতাশাগ্রস্ত হয়ে তিনি গলায় ফাঁস দেন।
মাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে আমরা পুলিশে খবর দেই।’