এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বে জয়শূন্য বিদায় বসুন্ধরা কিংসের
সংগ্রহীত ছবি
এএফসি চ্যালেঞ্জ লিগের গ্রুপপর্বে জয়শূন্যভাবেই আসর শেষ করেছে বসুন্ধরা কিংস। কুয়েতে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক ক্লাব কুয়েত এসসির কাছে ২-০ গোলের ব্যবধানে হেরে বিদায় নেয় বাংলাদেশের চ্যাম্পিয়ন দলটি।
জাবের আল-মুবারক আল-হামাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল কুয়েত এসসি। বিপরীতে বল দখলে ও পাসিংয়ে পিছিয়ে পড়ে কিংস।
পুরো ম্যাচে মাত্র ৩৫ শতাংশ বল দখলে রাখতে সক্ষম হয় মারিও গোমেজের শিষ্যরা।
খেলার শুরুতেই ধাক্কা খায় কিংস। মাত্র এক মিনিটের মাথায় সামি আল সানিয়ার পাস থেকে ইউসুফ আল সোলাইমান গোল করে কুয়েত এসসিকে এগিয়ে দেন। এরপর যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন তাহা কেনেসি।
বিরতির পর ম্যাচে ফিরে আসার চেষ্টা করেও তেমন কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেনি কিংস। প্রতিপক্ষের রক্ষণভাগ ও সংগঠিত মিডফিল্ডের সামনে আক্রমণভাগ ছিল নিষ্প্রভ। শেষ পর্যন্ত গোলশূন্য দ্বিতীয়ার্ধের পরাজয় নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশের প্রতিনিধিদের।