মাদক সেবনে বাধা, স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিলেন স্বামী

মাদক সেবনে বাধা, স্ত্রীকে আগুনে পুড়িয়ে দিলেন স্বামী

প্রতিকি ছবি

ঠাকুরগাঁওয়ে মাদক সেবনে বাধা দেওয়ায় ইসরাত জাহান সাথী (৩২) নামে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে। ভুক্তভোগীর শরীরের প্রায় ৬০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জানা গেছে, গুরুতর দগ্ধ অবস্থায় গত ২৪ দিন ধরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। গত অক্টোবরের শুরুতে স্বামী মাদক সেবন করলে বাধা দেন সাথী। এতে ক্ষিপ্ত হয়ে তিনি সাথীর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। সাথীর চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী সাথী বলেন, একদিন স্বামী মাদক সেবন করছিলেন, আমি তাতে বাধা দেই। এতে সে রাগে ক্ষোভে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। আমি ভালোবাসায় বিশ্বাস করতাম। এখন ভয় লাগে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মঞ্জুরুল ইসলাম বলেন, দগ্ধ অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয় প্রায় এক মাস আগে। তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গেছে, বিশেষ করে শরীরের বুক ও হাতের অংশে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ঠাকুরগাঁও সদর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান বলেন, এমন একটি ঘটনা শুনেছি। ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তবে থানায় এমন কোন অভিযোগ কেউ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।