নেচে গেয়ে ইউরোপ মাতাচ্ছে সৌদির একমাত্র নারী ব্যান্ড দল
ছবিঃ সংগৃহীত।
সৌদি আরবে নারীদের তৈরি একমাত্র রক ব্যান্ড ‘সিরা’ এখন ইউরোপ মাতাচ্ছে। তারা জার্মানি ও সুইজারল্যান্ডের পর এখন আছে যুক্তরাজ্যে।সুইজারল্যান্ডের পর এখন আছে যুক্তরাজ্যে। সংবাদমাধ্যম দ্য ন্যাশনাল শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
রক ব্যান্ডটির যুক্তরাজ্যের লন্ডন সফর ও সেখানে গান পরিবেশনের বিষয়টি প্রতিবেদনে ফুটিয়ে তোলা হয়েছে। এতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার কুইন এলিজাবেথ হলে তারা গান পরিবেশন করেন।
তাদের গানের ভাষা আরবি। তবুও লন্ডনের স্রোতারা তাদের গান উপভোগ করেছেন বলে জানিয়েছেন ব্যান্ডটির গায়িকা নোরা। তিনি দ্য ন্যাশনালকে বলেছেন, “যদিও মানুষ আমাদের ভাষা বোঝে না। কিন্তু আমরা যে আবেগ গানে দেই সেটি স্রোতারা বুঝতে পারেন। হয়ত তারা একটি অক্ষরও না বুঝে যে এনার্জি দেখিয়েছে, এটি ছিল বড় বিষয়।”
নোরা তাদের পরবর্তী অ্যালবাম ‘সারাব’ থেকে গান পরিবেশন করেছেন।লন্ডনে তাদের গান গাওয়া ছিল একটি মাইলস্টোন। কারণ সৌদির কোনো ব্যান্ড লন্ডনে এর আগে গায়নি।
চার নারীর এ ব্যান্ড দলের দুজন এর আগে যুক্তরাজ্যে ছিলেন। এর দলটির ড্রামার, যার ডাক নাম ‘থিং’ তিনি ২০০৮ সালে লন্ডনে ডিজাইনের ছাত্রী ছিলেন। তিনি আবার ১২ বছর পর ইউরোপের অন্যতম ব্যস্ততম এ শহরটিতে গেছেন। অপর দিকে ‘হায়া’ নামে আরেক সদস্য ২০১৯ সালে মাস্টার্স ডিগ্রি নিতে লন্ডনে ছিলেন।