পীরগঞ্জ হাসপাতালে এক যুগের পরও চালু হয়নি এক্সরে মেশিন

পীরগঞ্জ হাসপাতালে এক যুগের পরও চালু হয়নি এক্সরে মেশিন

পীরগঞ্জ হাসপাতালে এক যুগের পরও চালু হয়নি এক্সরে মেশিন-

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১ যুগেরেও বেশী সময় ধরে চালু হয়নি এক্সরে মেশিন। ফলে এক্স-রে সুবিধা অভাবে রোগীদের সু-চিকিৎসা ব্যাহত হচ্ছে। 

জানা যায়, ৫০ শয্যা বিশিষ্ট পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৮৭ সালে একটি এক্স-রে মেশিন সরকারি ভাবে সরবরাহ করা হলেও ৮৮ সালের সেপ্টেম্বর মাসে চালু করা হয় উক্ত মেশিনটি। ২০ বছর চলার পর এক্স-রে মেশিনটি ২০০৮ সালের ১১ জুলাই থেকে অকেজো হয়ে পড়ে। দীর্ঘ নয় মাস পর ঢাকা থেকে টেকনিশিয়ান এসে মেশিনটি মেরামত যোগ্য নয় বলে মতামত দেয়। 

এরপর থেকে প্রায় সাড়ে ১২ বছর যাবৎ স্বাস্থ্য কমপ্লেক্সে এক্স-রে মেশিন শূন্য। তাই এক্স-রে টেকনিশিয়ানকে প্রেষনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে বদলী করা হয়েছে। ফলে রোগীরা প্রাইভেট ক্লিনিকে গিয়ে এক্স-রে করতে বাধ্য হচ্ছে। এতে রোগীদের অতিরিক্ত ব্যয় হচ্ছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার জানান, এক্স-রে মেশিনের জন্য চাহিদা পত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট পাঠানো হয়েছে,আশা করছি শীঘ্রই মেশিনটি পাওয়া যাবে।