করোনায় সংগীত পরিচালক ফরিদ আহমেদ মৃত্যু

করোনায় সংগীত পরিচালক ফরিদ আহমেদ মৃত্যু

সংগীত পরিচালক ফরিদ আহমেদ

করোনা আক্রান্ত হয়ে দেশের অন্যতম সংগীত পরিচালক ফরিদ আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ফরিদ আহমেদের ছোট মেয়ে লিয়ানা ফরিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ২০ মার্চ অসুস্থ হয়ে পড়েন ফরিদ আহমেদ। ২৫ মার্চ করোনা সন্দেহে নমুনা পরীক্ষা করতে দেওয়া হলে রিপোর্ট পজিটিভ আসে। ওইদিন রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই সংগীত পরিচালক। সেখানে অবস্থার অবনতি হলে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে তাকে স্থানান্তর করা হয় ফরিদ আহমেদকে। সঙ্কটাপন্ন অবস্থায় ১১ এপ্রিল তাঁকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।