বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা মেনে নিতে পারবেন না জয়সুরিয়া!

বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের লজ্জা মেনে নিতে পারবেন না জয়সুরিয়া!

লঙ্কান সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়া

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কাছে সিরিজ হেরেছে শ্রীলঙ্কা। এখন হোয়াইটওয়াশ হওয়ার মুখে তারা। শুক্রবারের ম্যাচে বাংলাদেশের জয় মানে শ্রীলঙ্কার হোয়াইটওয়াশ হওয়া।

চলতি ওয়ান ডে সিরিজে শ্রীলঙ্কার এমন হতাশাজনক পারফর্ম্যান্স মাথা হেঁট করে দিয়েছে দেশটির সাবেক ক্রিকেটার ও সমর্থেকদের। এই অবস্থায় নিয়মরক্ষার শেষ ম্যাচটি জিতে শ্রীলঙ্কাকে হৃত সম্মান কিছুটা হলেও পুনরুদ্ধারের ডাক দিলেন সাবেক অধিনায়ক সনৎ জয়সুরিয়ার।

সোশ্যাল মিডিয়ায় তিনি স্পষ্ট জানালেন যে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেয়া তার পক্ষে কঠিন। জয়সুরিয়া এটাও বোঝেন যে বাংলাদেশের হাতে হোয়াইটওয়াশ হতে হলে লজ্জার শেষ থাকবে না। তাই তিনি ক্রিকেটারদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন।

জয়সুরিয়া টুইট করেন, ‘একজন সাবেক প্লেয়ার ও ক্যাপ্টেন হওয়ার সুবাদে বাংলাদেশের কাছে প্রথম সিরিজ হার মেনে নেয়া আমার পক্ষে কঠিন। জাতীর সম্মান ঝুঁকিতে রয়েছে ছেলেরা, শেয ম্যাচ লড়াই চালাও।’

সূত্র : হিন্দুস্তান টাইমস