রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ

রাজবাড়িতে ভ্রাম্যমান আদালত: নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জব্দ-

রাজবাড়িতে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি বিরোধী এবং ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এসময় কয়েকজন ব্যবসায়ীকে জরিমানা করেন আদালত।

রবিবার (৩০ মে) জেলার খানগঞ্জ পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের একটি দল। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস পালের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযানে বিকাশ সাহা ষ্টোর থেকে ১১,০০০ শলাকা বিড়ির নকল ব্যান্ডযুক্ত কণা বিড়ি জব্দ করা হয়। নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি রাখার দায়ে এই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় ১০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে বিভিন্ন অনিয়মের কারণে জরিমানা করা হয়। পরে জব্দকৃত নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি জন সম্মুখে পুড়িয়ে দেওয়া হয়।

এসময় জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিসের প্রসিকিউটর সূর্য্য কুমার প্রামানিক এবং ডিসি অফিসের পেসকার জনাব মোঃ শফিকুল ইসলাম রানা অভিযানে উপস্থিত ছিলেন।