যশোরের অসহায়, দরিদ্র মানুষের মাঝে উপহার বিতরণ

যশোরের অসহায়, দরিদ্র মানুষের মাঝে উপহার বিতরণ

করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত যশোরের অসহায়, দরিদ্র মানুষের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

যশোর প্রতিনিধি:করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত যশোরের অসহায়, দরিদ্র মানুষের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (২৬জুন) সকালে শহরের ধর্মতলা এলাকায় পূবালী ব্যাংকের সহযোগীতায় বেসরকারি উন্নয়ন সংস্থা (পদক্ষেপের) উদ্দ্যোগে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার আঞ্চলিক ব্যবস্থাপক গাজী এনামুল কবীর, পূবালী ব্যাংক লিমিটেডের সিনিয়র অফিসার এ এইচ এম তরিকুল আজিজ ও কৃষি সম্প্রসারণ অফিসার শেখ নূরুল্লাহ দরিদ্র মানুষের মাঝে এ উপহার তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংস্থার এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, সিনিয়র অফিসার রেজাউল করিম, ব্র্যাঞ্চ ম্যানেজার মনিরুল ইসলাম, ব্র্যাঞ্চ অফিসার রোকনুল হক প্রমুখ।  পরে বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রি বিতরণ করা হয়। সদর উপজেলার দু’শ মানুষের মাঝে এই উপহার বিতরণ করা হয়।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো ২০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি চিনি, ২ লিটার তেল, ১ কেজি লবন, ২টি সাবান, ১০টি মাস্ক ইত্যাদি।