যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

যশোরে করোনা ও করোনা উপসর্গ নিয়ে ১৬ জনের মৃত্যু

সীমান্তর্বী জেলা যশোরে গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে মোট ১৬ জনের মৃত্যু হয়েছে

যশোর প্রতিনিধি:  সীমান্তর্বী জেলা যশোরে গত ২৪ ঘন্টায় যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও করোনা উপসর্গ নিয়ে  মোট ১৬ জনের মৃত্যু হয়েছে । এর মধ্যে ৬ জন করোনায় এবং ১০ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন।

আজ সোমবার (৫জুলাই) সকালে হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ আরিফ আহমেদ।বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমানে করোনা ওয়ার্ডে ভর্তি আছেন ১২৬ জন এবং করোনা উপসর্গ নিয়ে ভর্তি আছেন ৮৬ জন।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৪৪৫ জনের নমুনা পরীক্ষায় ১৮৬ জনের নতুন করে করোনা শনাক্ত হয়েছে।

 এদিকে যশোরে করোনা সংক্রমণ ঠেকাতে কঠোর লকডাউনের আজ ৫ম দিনেও পুলিশ,সেনাবাহিনী,বিজিবি ও জেলার ১০টি ভ্রাম্যমান আদালতের কঠোর নজরদারি অব্যাহত আছে