হাসপাতাল থেকে কবীর সুমনের রাগ চুরি

হাসপাতাল থেকে কবীর সুমনের রাগ চুরি

হাসপাতাল থেকে কবীর সুমনের রাগ চুরি

গত কয়েকদিন ধরেই অসুস্থ হয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন কবীর সুমন। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। আর তাঁর অসুস্থতার সুযোগ নিয়েই চুরি হয়ে গেল রাগ। 

বছরখানেক আগে ‘আহীর বৈরাগী’ নামে একটি রাগ তৈরি করেছিলেন সুমন। ফেসবুকে তা জানিয়েওছিলেন। সে সময় সুভদ্রকল্যাণ রাণা নামে এক ব্যক্তি যোগাযোগ করেন সুমনের সঙ্গে। ঐ রাগটি বাজাতে চাওয়ার অনুমতি চান। কবীর সুমন তাকে অনুমতি দেন।

রাগটি তুলে নিয়ে তা তবলায় সুমনকে বাজিয়ে শুনিয়েছিলেন সুভদ্রকল্যাণ। তারপরই বাধে বিপত্তি। ‘গানওয়ালা’র অভিযোগ, ওই ব্যক্তি এখন বলে বেড়াচ্ছেন ‘আহীর বৈরাগী’ রাগটি নাকি তারই সৃষ্টি। সুমন এও জানিয়েছেন, আরও লোক জুটিয়ে ফেসবুকে বাংলা খেয়াল সম্পর্কে আক্রমণ শুরু করেছেন ওই ব্যাক্তি। এরপরই সুমন লেখেন, এমন ঘটনা তার চেয়ে নামী বঙ্গসন্তান আগেও ঘটিয়েছেন, আরও ঘটবে হয়তো।

আজ, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের চিকিৎসক সেবক সেবিকে স্বাস্থ্য ব্যবস্থার সহযোগিতায় সেরে উঠছি। আমি সেরে উঠেই বাংলা খেয়ালের সেবায় ফিরে যাবো। আমার জীবনের আসল কাজ, আমার জীবনের শেষ ব্রত। আশা করছি সুভদ্রকল্যাণ রাণা হিংসা, হানাহানি, মিথ্যাচারে নয়-সংগীত শিক্ষায় ব্রতী থাকবেন। শিখবেন। মন ভাল রাখবেন। সঙ্গিতসঙ্গ করবেন। সুরে তালে লয়ে থাকুন। কথোপকথনের একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন শিল্পী।