নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা

নেত্রকোনায় নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান, জরিমানা- ছবি: নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার বারহাট্টা উপজেলার একটি বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ির বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রম্যমান আদালত। অভিযানে নকল ব্যান্ডরোলযুক্ত বিড়ি রাখার দায়ে দুই দোকান মালিককে জরিমানা করা হয়।

সোমাবার বিকেলে বারহাট্টা উপজেলার অতিথপুর বাজারে দ্বিতীয় বারেরমত অভিযান পরিচালিত হয়।

বারহাট্টা উপজেলার দায়িত্ব প্রাপ্ত সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় বাজারে কয়েকটি দোকান থেকে কুষ্টিয়া হতে আগত নকল ব্যান্ডরোলযুক্ত জনি বিড়ি ও আলম বিড়ি পাওয়া যায়। সরকারী শুল্ক কর অবৈধভাবে ফাঁকি দেওয়ার অপরাধে ২ টি দোকান মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় ১০ হাজার টাকা নগদ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।