ময়মনসিংহে র‌্যাবের অভিযান: ৩ লাখ ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ১

ময়মনসিংহে র‌্যাবের অভিযান: ৩ লাখ ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ১

ময়মনসিংহে র‌্যাবের অভিযান: ৩ লাখ ৮০ হাজার শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ আটক ১

ময়মনসিংহের পাগলা থানার একটি বাজারে র‌্যাব-১৪ নকল ব্যান্ডরোলযুক্ত বিরুদ্ধে অভিযান পরিচালনা করে। এসময় ৩ লাখ ৮০ শলাকা নকল ব্যান্ডরোলযুক্ত বিড়িসহ একজনকে আটক করা হয়।

সোমাবার বিকেলে জেলার পাগলা থানার দত্তের বাজারে এ অভিযান পরিচালিত হয়। এসময় জনতার বিড়ির ডিলারকে আটক করা হয়। 

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেত্তের বাজারে র্যাবের সিনিয়ির এএসপি বেলায়েত হোসেন এবং ডিএডি জাহাঙ্গীর আলমের নেতৃত্বে অভিযান পরিচালনা করে র্যাব-১৪ একটি বিশেষ দল। এসময় জনতা বিড়ি, কৃষক বিড়ি, দিলিপ বিড়ির গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে ২ লক্ষ ১০ হাজার শলাকা জনতা বিড়িসহ জনতা বিড়ির ডিলার মোঃ আব্দুস সাত্তার আটক করা হয়। পরে আব্দুস সাত্তারকে নিয়ে বাজারের বড় বড় ৯ টি দোকান হতে আরও ১ লাখ ৭০ হাজার শলাকা জনতা বিড়ি, দিলিপ বিড়ি, কৃষক বিড়ি জব্দ করা হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও বাজার কমিটির সদস্যরা ব্যবসায়ীর পক্ষে জামিনদার হয় এবং কথা দেয় এধরনের কোন বিড়ি এই বাজারে আর প্রবেশ করতে পারবে না।

সাপ্তাহিক হাটবার থাকার পরও র্যাবের উপস্থিতিতে চারিদিকে আতংকের সৃষ্টি হয়। মূহুর্তে মধ্যে সকল দোকান বন্ধ করে ফেলেন ব্যবসায়ীরা।