পশ্চিমবঙ্গ : কমেছে করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ১২

পশ্চিমবঙ্গ : কমেছে করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ১২

পশ্চিমবঙ্গ : কমেছে করোনা সংক্রমণ, একদিনে মৃত্যু ১২

ভারতের পশ্চিমবঙ্গে গত ২৪ ঘণ্টায় অনেকটাই কমেছে করোনা সংক্রমণ।সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের দেওয়া বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়েছেন ৫৭৫ জন। এর মধ্যে শহর কলকাতায় একদিনে আক্রান্ত কমে ৬১ জন। সংক্রমণের নিরিখে এদিনও অবশ্য ফের তিলোত্তমাকে ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা। একদিনে সেখানে ৮৯ জনের শরীরে মারণ ভাইরাসের হদিশ মিলেছে। দক্ষিণ ২৪ পরগনায় একদিনে সংক্রমিতের সংখ্যা ২৮। এখনও চিন্তায় রাখছে দার্জিলিং।

রাজ্যের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্থল দার্জিলিংয়ে ২৪ ঘণ্টায় ৪৯ জন করোনা পজিটিভ হয়েছেন। ফলে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৫ লক্ষ ২৯ হাজার ২৯৫ জন। পজিটিভিটি রেট বেড়ে হল ১.৭৩ শতাংশ। একদিনে ভাইরাসে মারা গেছেন ১২ জন। তার মধ্যে কলকাতায় প্রাণ হারিয়েছেন একজন, দক্ষিণ ২৪ পরগনায় করোনার বলি ২জন। এখনও পর্যন্ত রাজ্যে ১৮ হাজার ১৬১ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। মৃত্যু হার ১.১৯ শতাংশ।

সূত্র : সংবাদ প্রতিদিন