ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : ২০ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : ২০ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি : ২০ লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় তিতাস নদীতে বালুবোঝাই ট্রলারের সাথে সংঘর্ষে  যাত্রীবাহী ট্রলার ডুবের ঘটনা এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।    ডুবে গেছে যাত্রীবোঝাই একটি ট্রলার। এখনো নিখোঁজ রয়েছেন শতাধিক যাত্রী। নিহতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার লইসকা বিলে  এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশে রওয়ানা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবাঝাই ট্রলারের সাথে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মির্জা মোহাম্মদ হাছান ও সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল জানান, ঘটনাস্থলে উভয় থানা থেকে পুলিশ পাঠানো হয়েছে।  এখন পর্যন্ত নারী ও শিশুসহ ২০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।   ঢাকায় ডুবুরিদলকে খবর দেয়া হয়েছে।