পাবনায় অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য-ওষুধ উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

পাবনায় অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য-ওষুধ উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

পাবনায় অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য-ওষুধ উৎপাদন, ২ লাখ টাকা জরিমানা

পাবনায় অস্বাস্থ্যকর খাদ্যদ্রব্য-ওষুধ উৎপাদন করায় দুই কারখানায় ভ্রাম্যমান আদালত  ২ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) বিকেলে পাবনা র‌্যাব কোম্পানী কমান্ডার কিশোর রায় এর নেতৃত্বে পাবনা নলদহ বাজার এলাকায় হ্যাপি ফুড এন্ড বেভারেজ কোম্পানিতে অভিযান চালিয়ে নকল খাদ্রদব্য ও অবৈধ ঔষধ উৎপাদন করায় কোম্পানির মালিক সৌহার্দ বসাক সুমনকে দুই লাখ টাকা জরিমানা ও নকল খাদ্যদ্রব্য ও অবৈধ ঔষধ পুড়িয়ে দেয়া হয় ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বানিজ্য মন্ত্রণালয়, পাবনা জেলা কার্যালয়ের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়।

এদিকে একই দিনে পাবনা সদরের রামানন্দপুর এলাকায় লিপি ফুড এন্ড বেভারেজ নামের অপর একটি প্রতিষ্ঠানের মালিক ফরহাদ আক্তারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সমস্ত ভেজাল, মেয়াদবিহীন, অননুমোদিত কেমিক্যাল এবং কৃত্রিম রং সম্পন্ন খাবার খাওয়ার দরুন দেশের শিশুরা হার্ট, কিডনি, লিভার এবং ফুসফুসসহ নানা ধরণের জটিল রোগে আক্রান্ত হচ্ছে। ভবিষ্যতে এধরণের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানিয়েছেন র‌্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্প কোম্পানী কমান্ডার কিশোর রায়।