জেল থেকে মুক্তি পেয়ে বাচ্চা জন্ম দিলেন ফিলিস্তিনি নারী

জেল থেকে মুক্তি পেয়ে বাচ্চা জন্ম দিলেন ফিলিস্তিনি নারী

জেল থেকে মুক্তি পেয়ে বাচ্চা জন্ম দিলেন ফিলিস্তিনি নারী

সাম্প্রতিক সময়ে ইসরাইলের জেল থেকে মুক্তি পাওয়ার পর এক শিশুর জন্ম দিয়েছেন আনহার আল-দিক নামের এক ফিলিস্তিনি নারী। ওই নারী একটি ছেলে শিশুর জন্ম দিয়েছেন বলে ফিলিস্তিনি সংবাদ মাধ্যম মিডলইস্ট মনিটর সূত্রে জানা গেছে। ছেলের নাম রাখা হয়েছে আলা।

২ সেপ্টেম্বর তারিখে আনহার আল-দিককে ইসরাইলি জেল থেকে মুক্তি দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মুক্তির দাবি প্রবল হয়ে উঠলে তাকে ছেড়ে দেয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা জোর দাবি জানিয়েছিলেন যেন ইসরাইলের সরকার আনহার আল-দিককে মুক্তি দিয়ে তার বাচ্চা জন্ম দেয়ার সুযোগ দেন।

সাধারণ মানুষের প্রবল দাবির কাছে নত হয়ে ইসরাইলি কর্তৃপক্ষ তাকে মুক্তি দিতে রাজি হয়। কিন্তু, তারা শর্ত আরোপ করে যে তাকে গৃহবন্দী থাকতে হবে। এছাড়া তার জামিনের জন্য ১২ হাজার পাঁচ শ’ মার্কিন ডলার নেয়া হয়। এ সকল শর্ত মেনে নেয়ার পর আনহার আল-দিক মুক্তি পান।

২৫ বছর বয়সী আনহার আল-দিকের বাড়ি পশ্চিম রামাল্লার কাফর নিমা শহরে। অবৈধ ইহুদি বসতিতে ছুরি হামলা চালানোর দায়ে তাকে পাঁচ মাস ধরে আটক করে রাখা হয়েছে। কিন্তু, ইসরাইলি আদালতে এখনো তার বিরুদ্ধে কোনো রায় দেয়া হয়নি।