মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ: নিহত ২০

মিয়ানমারে ব্যাপক সংঘর্ষ: নিহত ২০

ফাইল ছবি

মিয়ানমার জান্তার বিরুদ্ধে জাতীয় ঐক্য সরকার ‘জনতার প্রতিরোধ যুদ্ধ’ ঘোষণা পর ব্যাপক সংঘর্ষের খবর পাওয়া গেছে। সামরিক জান্তা ও প্রতিরোধ বাহিনীর এ ভয়াবহ সংঘর্ষে একাধিক কিশোরসহ কমপক্ষে ২০ গ্রামবাসী নিহত হয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, গত বৃহস্পতিবার থেকে দেশটির মিয়ান থার গ্রামে সামরিক বাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা স্বেচ্ছাসেবীরা জাতীয় ঐক্য সরকারের সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াই করেন। সামরিক বাহিনী ভারী কামান ও অস্ত্র ব্যবাহর করে তাদের বিরুদ্ধে।
সেখানকার এক বাসিন্দা জানান, ‘সামরিক বাহিনীর সদস্যরা এখানকার বাড়ি-ঘর জ্বালিয়ে দেয়। ভারী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলা তিন শিশু প্রাণ হারিয়েছে। এছাড়া ১৭ বছর বয়সী এক প্রতিরোধ যোদ্ধা মারা গেছে। সে আমার সন্তান। সব মিলিয়ে ২০ জন লোকককে হত্যা করেছে তারা’।
নাম প্রকাশে অনিচ্ছুক ৪২ বছর বয়সী ওই বাসিন্দা রয়র্টাসকে ফোনে আরও বলেন, ‘আমার সব শেষ হয়ে গেছে। আমি তাদের ক্ষমা করবো না’।