কুষ্টিয়ার স্কুলগুলোতে নানা আয়োজনে ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

কুষ্টিয়ার স্কুলগুলোতে নানা আয়োজনে ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

কুষ্টিয়ার স্কুলগুলোতে নানা আয়োজনে ফুল দিয়ে বরণ শিক্ষার্থীদের

করোনা মহামারিতে প্রায় দেড় বছর পর কুষ্টিয়ায় নানা আয়োজনে ফুল দিয়ে বরণ করা হয় শিক্ষার্থীদের। সকাল থেকে কুষ্টিয়ায় স্কুলগুলোর প্রধান ফটকে হ্যান্ড স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত জীবানুমুক্ত করে শিক্ষার্থীদের প্রিয় ক্যাম্পাসে ঢোকেন। জিলা স্কুলে ব্যান্ডপার্টি বাজিয়ে তার তালে তালে সারিবদ্ধভাবে স্বাস্থ্যবিধি মেনে এগিয়ে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। কিছু বিদ্যালয়ে সাজগোজও করা হয়েছে। পরে নির্দেশনা মেনে ক্লাস করা, খেলাধুলা করা বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এ যেন চিরচেনা রূপে ফিরেছে ক্যাম্পাসগুলো।

বিদ্যালয়গুলোতে খোজ নিয়ে জানা গেছে, প্রথম দিনে শিক্ষার্থীদের উপস্থিতি প্রত্যাশার চেয়ে বেশি। কুষ্টিয়া জিলা স্কুলের প্রধান শিক্ষক ইফতে খাইরুল ইসলাম জানিয়েছেন, তার বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি রয়েছে।

এদিকে, দৌলতপুরের বন্যাকবলিত রামকৃষ্ণপুর ও চিলমারী ইউনিয়নের ১১টি বিদ্যালয়ও খোলা হয়েছে। খালিপায়ে পানি টপকে অনেক শিক্ষার্থীরা প্রিয় বিদ্যালয়ে পৌছান। জানা গেছে, ওইসব স্কুলগুলোতে ৫০ থেকে ৭০ শতাংশ শিক্ষার্থীরা বিদ্যালয়ে এসেছে।