বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে অপরাজনীতির শুরু: পানিসম্পদ উপমন্ত্রী

বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে অপরাজনীতির শুরু: পানিসম্পদ উপমন্ত্রী

পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম

পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে এদেশে অপরাজনীতির শুরু হয়। এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড জিয়াউর রহমান। তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে দেশে হত্যা, ক্যু ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেন। এ কারণেই জিয়াউর রহমানকে সব অপরাজনীতির জনক বলা হয়। 

 শুক্রবার সকাল ১০টায় শরীয়তপুরের নড়িয়া মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের অডিটোরিয়ামে নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের পরিচিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নড়িয়া পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি শহিদুল ইসলাম সরদার।