আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

আফগানিস্তানের কাছে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

একমাত্র চার দিনের ম্যাচে সফরকারী আফগানিস্তানের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে চতুর্থ ও শেষ দিন জয়ের জন্য ১১০ রানের টার্গেট পায় আফগানিস্তান। ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে ম্যাচ জিতে আফগান যুবারা।

প্রথম ইনিংসে ১১৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৭০ রান করেছিলো বাংলাদেশ। আজ শনিবার বাকি ৬ উইকেট হারিয়ে ৫৮ রান করতে পারে বাংলাদেশ।

দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান করে গতকাল আউট হয়েছিলেন প্রান্তিক নওরোজ নাবিল। অধিনায়ক আইচ মোল্লা ৪০ রানে অপরাজিত থেকে খেলা শুরু করেছিলেন। আজ কোনো রান যোগ না করেই ফিরেন তিনি। শেষ পর্যন্ত ২২৮ রানে অলআউট হয় বাংলাদেশ। আফগানিস্তানের ইজহারুল হক নাভেদ ৪ উইকেট নেন।

১১০ রানের সহজ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে বিপদে পড়ে আফগানিস্তান। ৪৫ রানে ৩ উইকেট হারায় তারা। মিডল-অর্ডার ব্যাটসম্যানরাও ব্যর্থ হলে সহজ টার্গেট কঠিন হয়ে পড়ে আফগানিস্তানের। তবে ওপেনার বিলাল সাইদির ৫৪ ও সাত নম্বরে নামা কামরান হোতাকের অপরাজিত ২০ রানের সুবাদে জয় নিশ্চিত হয় আফগানদের।

প্রথম ইনিংসে বিলালের ১১৪ রানের উপর ভর করে ২৮১ রান করেছিল আফগানিস্তান। বাংলাদেশ করেছিল ১৬২ রান।এ ম্যাচ দিয়ে বাংলাদেশ সফর শেষ করলো আফগানিস্তান। সফরের শুরুতে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-২ ব্যবধানে হেরেছিল আফগানরা।

সূত্র : বাসস